Tuesday, June 19, 2018

অবহেলা - Hridom Blog



অবহেলা করছো???
করতে থাকো...
তোমার জন্য আমার মনে একটি
বিশেষ জায়গা সবসময়ই থাকবে..
শত চেষ্টা করলেও সেটা
কাউকে দিতে পারবো না...
সেই দিনটার অপেক্ষাতেই তো আছি...
যেদিন তুমি অবহেলা করতে করতে
ক্লান্ত হয়ে যাবে.....
আর আমার দিকে এক দৃষ্টিতে
তাকিয়ে থেকে বলবে...
কিভাবে পারো তুমি!!!
এতকিছু সহ্য করতে.......!!!
আস্তে আস্তে তুমি ভুলেই যাবে
কিভাবে অবহেলা করতে হয়...
মুছে দিবো ভালোবাসার ইরেজার দিয়ে
অবহেলা নামের খারাপ শব্দটি।
তখন আবার অনেকটা কাছে
চলে আসবে আমার......
কতটা কাছে আসা যায়!
যতটা কাছে আসা যায়
তার থেকেও আরো বেশি
কাছে থাকবো দুজন....
সেদিন কোথায় যাবে....ভালো না বেসে....!

অনেক দিন হয়ে গেছে গো.....
জিজ্ঞেস করো না,,,কেমন আছো???
হয়তো তুমি নিজেই ভালো নেই
তাই জানতেও চাও না
আমি কেমন আছি,,খেয়েছি কি না...!
জানো!তুমি না খেলে আমি খাই না,,,
খাবারের প্লেটটা নিয়ে
তোমার ফোনের জন্য বসে থাকি,
কখন তুমি খেয়ে আমাকে জানাবে...
তারপর আমি খাবো....।
তোমার না বলা কথা গুলোর
মাঝেও একটু সুখ খুঁজি আমি।।
অবহেলার মাঝেও ভালোবাসা খুঁজি,,,
তোমার ভালো থাকার কারন হতে চাই...
কারন তোমার মুখের এক চিলতে হাসি
আমার সব কষ্ট মুছে দেয়......
ভুলে যাই সব,,,,,যদি
আমার কথায় খুশি হও তুমি....
এইদিন গুলো দিনগুলো....
ভুলে যেও না কিন্তু......!

এখন সহ্য করছি বলে যে....
সবসময় সহ্য করবো তা কিন্তু না....
যতটা ভালো রাখতে চাইছি তোমাকে,,,
তার থেকেও বেশি ভালো রাখতে চাই নিজেকে।
টাকা দিয়ে নয়,,,একটু ভালোবাসা দিয়ে,,,,,
প্রতিদিন যাতে তোমার দেয়া গুড মর্নিং
দিয়ে আমার সকালটা শুরু হয়......
আর,গুড নাইট দিয়ে রাতটা শেষ হয়।
জানো তুমি ঘুমিয়ে যাওয়ার পর...
আমিও আর জেগে থাকি না....।
তুমি ঘুমিয়ে গেলে আর....,,,
আর জেগে থাকার কারন পাই না আমি।
কিন্তু জানো!!!
সত্যিই খুব কষ্ট হয় আমার,,,,
দমটা বন্ধ হয়ে আসে......
আবার বলতেও পারি না তোমাকে,,,
মনের মধ্যেই রয়ে যায় কষ্ট গুলো।
তবুও বলি ভালোবাসি,ভালোবাসি,ভালোবাসি
খুব ভালোবেসেছিলাম তোমাকে,,,,,
আর,সারাজীবন খুবই ভালোবেসে যাবো,,,
কারন,তুমি মানেই আমি,,,,,
আর,আমি মানেই তুমি......।

0 comments:

Post a Comment