Tuesday, June 19, 2018

ধিক্কার এমন ঐতিহ্য - Hridom Blog


ছোটবেলা থেকেই শুনে আসছি আমাদের বাঙলার নাকি অনেক ঐতিহ্য।কিন্তু এখন যত বড় হচ্ছি ঐতিহ্য সব যেন কেমন হারিয়ে যাচ্ছে।তবে যা যা মূল্যবান ঐতিহ্য হারানোর তা আরো আগেই হারিয়ে গেছে।এখন যে যৎ সামান্য বেঁচে আছে সেটাও জলাঞ্জলি আমরা বর্তমান প্রজন্মরা।কি ছিলো বাঙলা!!!আর এখন কি হাল সেই সুন্দর বাঙলার।
আগে আমাদের বাঙলা ঐতিহ্য ঠাঁসা ছিল মোটা মোটা বাঙলা অক্ষরের বইয়ে।সেখানে আবার উল্লেখযোগ্য কিছু জ্ঞানীগুণী মানুষের নামও স্বর্ণাক্ষরে লেখা হতো।তাদের দেখানো পথ,তাদের দেওয়া মতামত,তাদের দেওয়া জ্ঞান, তাদের বলা অনেক গুরুত্বপূর্ণ কথা যা আজ শুধু আমরা কল্পনা করতে পারি তবে বাস্তবায়ন সম্ভব না আমাদের দ্বারা।আমাদের অতীতের সোনামুখ গুলো হলো -রবী ঠাকুর,কাজী নজরুল
ইসলাম,ভবভূতি,কালিদাস,মধুসুধন দত্ত,মীর মশাররফ হোসেন,মুনীর চৌধুরি,মামুনুর রশীদ,আনিস চৌধুরি প্রভৃতি।উল্লেখিত সকল কবিরাই একসময়ের বিশেষ ছিলেন এবং তা এখনো বিদ্যমান।তাদের লেখা নাটকও ছিলো একসময় বেশ জনপ্রিয়।তখন মানুষ টাকা ব্যয় করে এসব নাটক দেখে তাদের বিনোদনের সময় কাটাতো।
কিন্ত,এখন তো আর তা করতে হয় না।অর্থ ব্যয় করে নাটক দেখতে হয় না।রাস্তাঘাটে,পার্কে,স্কুল-কলেজে আজকাল অনেক নাটক দেখা যায়।আমরা নিজেদের সভ্য জাতি বলি।আমাদের সভ্যতা কি শুধুই কথায়...!নাকি কাজেও এর ফল বিদ্যমান।আসলে কিছু কথা বলা বড়ই সহজ কিন্তু সেই কথা অনুযায়ী কাজ করা ঠিক ততটাই কঠিন।বর্তমানে রাস্তাঘাটে বেরোনো মুশকিল তাও সেটার কারন আমাদের বর্তমান আধুনিক প্রজন্ম।এই প্রজন্মের ছেলেমেয়েদের সাথে সাথে বাবামারাও বেশ মর্ডান।ছেলেমেয়েরা শিখবে কার থেকে।নিশ্চয়ই তাদের বড়দের থেকে।আর যদি সেই বড়দের পথ চলার রাস্তাটা ভালো না হয় তবে আমরাও তাই শিখবো আর এটাই স্বাভাবিক।শহরের মর্ডান মাবাবারা রাত জেগে পার্টি করছে,ড্রিংক করে অনেক রাত করে বাড়ি ফিরছে।এটা আমাদের বর্তমান সভ্যতা।এই শিখবো আমরা।আর গ্রামের অবস্থাটা ঠিক তার উল্টো।বাবারা নেশা করে এসে বাড়ির মেয়েবউদের মারধর করে।এই নাকি আমাদের সমাজ,আমাদের সভ্যতা।
যাই হোক তবে এবার নাটকীয়তার নাটকে আসা যাক বাবামার আদরে প্রশয়ে বড় হওয়া বর্তমান যুগের ছেলেমেয়ে আমরাই।যাদের মধ্যে সামান্য লজ্জাবোধ,সম্মানবোধ,ভালোমন্দ বোঝার জ্ঞানটুকুও নেই।বাংলা ভাষায় আমরা কাণ্ডজ্ঞানহীন,অসভ্য।এই হলো আমাদের আচরন।যার ফলশ্রুতিতে আজ আমাদের দেশ অনেক পিছিয়ে।হ্যা আমাদের দেশের মানুষেরা পাশ্চাত্য দেশের সকল ঐতিহ্য অনুকরন করছে।যা আমাদের দেশের জন্য ও দেশের মানুষের জন্য নেতিবাচক দিক।যা আমাদের বর্জনের দরকার তা আমরা সানন্দে গ্রহন করছি।আর আমাদের এই আচার আচরন গুলো আমাদের ঐতিহ্য,আমাদের সংস্কৃতির উপর মারাত্নক প্রভাব ফেলছে।
বইতে পড়েছি সেই বর্বর আদিম যুগের কথা।সেগুলো আমাদের কাছে গল্প বটে।তাদের কোনো ভাষা ছিল,পোশাক ছিল না,তারা সভ্য ছিলো না।তারা ইশারায় তাদের মনের ভাব প্রকাশ করতো।তবে তারা অসভ্য ছিলো বলে তারা যে মানুষ নয় তা তো না।তাদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে।আর তার মধ্যে বড় যে আচরন আমাদের গ্রহন করা উচিত তা হল দলবদ্ধ হয় মিলেমিশে থাকা।আর আমরা এই সভ্য সমাজের মানুষ শুধু আলাদা আলাদা থাকতে পারলেই বাঁচি।আর আমরা এখন মাথা উঁচু করে দাবি করি যে আমরা সভ্য,উন্নত।আরে যাদের অন্যদের অনুকরন করা কখনো সভ্য জাতির কর্ম নয়।বাইরের দেশের মানুষের সাথে ইংরেজিতে দুই একটা কথা বলা,ছুড়ি-চামচ দিয়ে খাওয়া,পোশাকের স্টাইল এগুলো কখনো সভ্য জাতির কাজ হতে পারে না।বরং আমরা তাদের থেকেও আরো বেশি অসভ্য।
আমাদের দেশের কত সুন্দর সুন্দর ঐতিহ্য আছে,আমাদের নিজস্ব সংস্কৃতি আছে,আমাদের মায়ের ভাষা আছে।যা আমাদের এমনি মাথা উঁচু করে রাখে সমগ্র বিশ্বের কাছে।বাইরের দেশের কোনো ঐতিহ্যরই আমাদের দেশের ঐতিহ্যের সাথে তুলনা হয়।আমাদের সাজ,আমাদের নিজস্ব পোশাকে,আমাদের খাবার,আমাদের ভাষার প্রতি বাইরের দেশের মানুষেরা আকৃষ্ট হয়।তারাও একবার হলেও আমাদের দেশের ঐতিহ্যের এই সৌন্দর্যকে স্পর্শ করতে চায়।কারন আমাদের ঐতিহ্য সংস্কৃতি অন্য দেশের ঐতিহ্য সংস্কৃতি থেকে কম কিসে...!এগুলো আমাদের শত জন্মের পাওয়া।
কিন্তু.......!!!
আমরা আমাদের বাঙালি জাতির ঐতিহ্য পালন না করে আমরা পাশ্চাত্যের দিকে অনেকটাই ঝুঁকে পড়েছি।যার জন্য আমাদের ভাষা,খাবার,পোশাক,আচরন সবকিছুতেই একটা অদ্ভুত পরিবর্তন লক্ষণীয় যা আমাদের আমাদের বর্তমান প্রজন্মের ওপরই খারাপ প্রভাব ফেলবে না,,,,ভবিষ্যত প্রজন্মের ওপর এর প্রভাব আরো বেশি পড়বে যার ফলে বাঙালি জাতি অসভ্য জাতিতে পরিচিত হবে।আগে বাঙলার সোনামুখেরা কবি,সাহিত্যিক, নাট্যকার,গায়ক কতকিছুই না হয়েছে।কিন্তু এখনকার মানে আমাদের বর্তমান প্রজন্মের সোনামুখ গুলো হলো-বখাটে,চোর,গুণ্ডা,ছিনতাইকারি,ধর্ষক।।।
আর কি লাগে......!!!!
আরে এটাই তো উন্নত জাতি,,,পাশ্চাত্য দেশের ঐতিহ্য গ্রহণের ফল।
ছিঃ,,,,ধিক্কার এমন ঐতিহ্য।যা মানুষ হয়ে মানুষকে খুন করতে শেখায়।
কেন আমাদের প্রজন্ম,আমাদের মা বাবাদেরও আগের প্রজন্ম কি ভালো ছিলো না...?তারা সভ্য ছিল।কি হয়েছে যে ইংরেজি বলতে পারতো না,চামচ দিয়ে খেতে পারতো না।তারা সকলে ভালো মনের মানুষ ছিলেন।আর আমরা এখন অনুকরন করে সভ্য হয়েছি।এগুলো নাটক ছাড়া আর কি....????
আমাদের নাটক গুলো তো এমন দেখার বা হওয়ার কথা ছিলো না।
সত্যিই,,,, এমনটা কাম্য নয়।
আর এর জন্য দায়ী আমরা নিজেরাই আর আমাদের নাটকীয়তা ও মেকিতা।
নিজেদের সকল কিছু নিয়েই সুখি থাকা উচিত।অন্যের কোনো কিছুই আমাদের নিজেদের জিনিসের থেকে উত্তম হতে পারে না।আমাদের নিজেদের ঐতিহ্য,সংস্কৃতিই আবার আমাদের সভ্য বানাতে পারে।এসব ক্ষণস্থায়ী নাটক তো একদিন শেষ হবেই....তখন.....!!!
তাই সময় থাকতেই আমাদের নিজেদেরকে পরিবর্তন করা উচিত।নইলে বাঙালি জাতি কলঙ্কিত হবে....।
উন্নত জাতি চাই,সভ্য জাতি চাই।।।।।

0 comments:

Post a Comment