Tuesday, April 19, 2016

স্বপ্ন দেখতে সাহস পাই -Hridom Blog


কোনো এক স্নিগ্ধ বিকেলে হঠাৎ করে তোমার সাথে পরিচয়।মনের অজান্তেই শুরু হয় ভালোলাগা।তখন আড়ালে আড়ালে চলতে থাকে আমাদের কাছে আসার উৎসব।তৈরি হতে লাগে আমাদের ভালোবাসার মঞ্চ।
ভালোবাসা হঠাৎ করেই প্রকাশ পেলেও ভালোবাসার গল্পটা সবার থেকে আলাদা।
সব সময়ের কাছে থাকা,,,
সীমাহীন ভালোবাসা,,,
মাত্রাতিরিক্ত ভালোবাসা,,,
প্রতি মুহুর্তে খেয়াল রাখা,,,
যত্ন করে আগলে রাখা,,,
মাত্রাহীন পাগলামি,,,
অর্থহীন আবদার,,,
একটু বেশি বেশি দুষ্টুমি,,,

সবসময় সব কিছু সবার থেকে আলাদা,,,ভিন্ন রকম সকল অনুভূতি।।।
তোমার সাথে কাটানো....
তোমাকে নিয়ে কাটানো....
তোমাকে ঘিরে পার করা প্রতিটা সপ্তাহ,
প্রতিটা মাস....
প্রতিটা দিন-রাত
প্রতিটা ঘণ্টা-মিনিট-সেকেণ্ড....
প্রত্যেকটা মুহুর্তই বিশেষ।।।।।
আমাদের ভালোবাসা আসলেই সৃষ্টিকর্তার তৈরি।
আর তাই তো স্বপ্ন দেখার ভরসা পাই,,,,
স্বপ্ন দেখতে সাহস পাই,,,,
আর,পাই তা সত্যি করার শক্তি,,,,
আমাদের ভালোবাসার অনুভূতি এতোটাই যে....
যেকোনো দুরত্বই আমাদের কাছে তুচ্ছ
আমাদের ভালোবাসায় বিশ্বাস এতোটাই বেশি যে.....
ভালোবাসা জন্ম জন্ম টিকে থাকতে বাধ্য
আমাদের ভালোবাসায় ভালোবাসাটা
এতো সুন্দর যে তা মৃত্যুকে হার মানাতে সক্ষম....।
আর তাই তো তোমাকে নিয়ে অমর হতে চাই।
ভালোবাসি তোমায়,,,,
অনেক অনেক অনেক অনেক ভালোবাসি।।। 

0 comments:

Post a Comment