১: জানো তুমি আসবে বলে সেদিনও অঝোর ধারায় বৃষ্টি পড়ছিল,যতটা বৃষ্টিতে আমরা হাত ধরে পাশাপাশি হেঁটে খানিকক্ষণ বৃষ্টিতে ভিজতে পারি মনের আনন্দ।তুমি কথা দিয়েছিলে।
২:সেদিনও সকল কদম গাছ কদম ফুলে ছেয়ে গেছিল।এতটা কদম ফুল ফুটেছিল যতটা সুবাস নিয়ে শেষ করা যায় না।আমায় কথা দিয়েছিল কদম ফুল দেবে বলে।
৩:আজো অনেক গল্প অচেনা লাগে তোমার বলা গল্প শুনি নি বলে।তুমি কথা দিয়েছিলে গল্প শোনাবে।
এখনো বৃষ্টি পড়ে,কদম ফুলের গাছ গুলো কদম ফুলে ছেয়ে যায় মিষ্টি সুবাস আমার চারপাশ ঘিরে রাখে।আর গল্প তাতো এখন স্বপ্ন মনে হয়।
আচ্ছা একটা কথা বলতে পারবা.....?
এগুলো কি শুধুই স্বপ্ন দেখানোই ছিলো...?
নাকি অভিনয়....!!!!
নাকি ভালোবাসা....!!!!!
ভালোবাসলে অনেক কিছু সহ্য করতে হয়।অনেক না মানা জিনিস,কথা,কাজ মেনে নিতে হয়।কথা দিলে সেই দেয়া কথা গুলো রাখতে হয়।প্রিয়তম বা প্রিয়তমার সুখের জন্য নিজের কিছু কিছু আচরণ ত্যাগ করতে শিখতে হয়।কাউকে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না।কাউকে স্বপ্ন দেখালেই হয় না সেটা পুরণ সাহস থাকতে হয়।তবে হ্যা ভালোবাসার প্রকাশ সবসময় জানিয়ে বা চেঁচিয়ে করতে হয় না, এর প্রকাশ নীরবেও পাওয়া যায় ভালোবাসার মানুষের জন্য করা সকল আচরণ দেখে।কিন্তু এই প্রকাশ যদি এতটাই নীরব হয় যেটাতে একজন আরেক জনের প্রতি বিশ্বাস ভালোবাসা হারিয়ে ফেলে তাহলে সেখানে ভালোবাসা ঠুনকো.....।সেটা ভালোবাসা নয় ভালোলাগা অথবা টাইমপাস....।
আচ্ছা একটা কথা বলতে পারবা.....?
এগুলো কি শুধুই স্বপ্ন দেখানোই ছিলো...?
নাকি অভিনয়....!!!!
নাকি ভালোবাসা....!!!!!
ভালোবাসলে অনেক কিছু সহ্য করতে হয়।অনেক না মানা জিনিস,কথা,কাজ মেনে নিতে হয়।কথা দিলে সেই দেয়া কথা গুলো রাখতে হয়।প্রিয়তম বা প্রিয়তমার সুখের জন্য নিজের কিছু কিছু আচরণ ত্যাগ করতে শিখতে হয়।কাউকে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না।কাউকে স্বপ্ন দেখালেই হয় না সেটা পুরণ সাহস থাকতে হয়।তবে হ্যা ভালোবাসার প্রকাশ সবসময় জানিয়ে বা চেঁচিয়ে করতে হয় না, এর প্রকাশ নীরবেও পাওয়া যায় ভালোবাসার মানুষের জন্য করা সকল আচরণ দেখে।কিন্তু এই প্রকাশ যদি এতটাই নীরব হয় যেটাতে একজন আরেক জনের প্রতি বিশ্বাস ভালোবাসা হারিয়ে ফেলে তাহলে সেখানে ভালোবাসা ঠুনকো.....।সেটা ভালোবাসা নয় ভালোলাগা অথবা টাইমপাস....।
0 comments:
Post a Comment