প্রিয় আমার তুমি,
আজ অনেকদিন পর তোমাকে চিঠি লিখতে বসেছি।আশাকরি আমাকে ছেড়ে,আমাকে ভুলে তুমি ভালোই আছো নিজেকে নিয়ে।এতে আমার মোটেও কষ্ট হয় না যে তুমি আমাকে ছেড়ে নিজেকে নিয়েই কেন ভাবো সবসময় বরং আমার এটা ভেবে সবচেয়ে বেশি কষ্ট হয় যে তুমি আমায় অকারনেই ভুল বোঝো।আর তখন আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে।এর আগেও তো তোমায় অনেক চিঠি দিয়েছি তুমি আমার চিঠির প্রশ্ন গুলোর কোনো উত্তরই দাও নি।তাতেও আসার কোনো কষ্ট নেই কারন আমি জানি তুমি খুবই ব্যস্ত থাকো সারাদিন নানা কাজে।কিন্তু আমার কাছে তুমি কিছু প্রশ্ন করেছিলে হয়তো অনেক আগেই।আর আমি তোমায় বলেছিলাম আমি ভেবে তোমায় বলবো।কিন্তু তার আর সুযোগ হয় নি।তুমি তো আর সেই সময়টাই আমাকে দিলে না চলে গেলে।আজ তোমার কাছে আমার কোনো প্রশ্ন নেই।আজ আমি তোমার করা কয়েকটি প্রশ্নের উত্তর দেবো।তুমি বলতে না আমি সবসময় কেন পাগলামো করি?কারন আমি তোমায় পাগলের মতো ভালোবাসি।তুমি বলতে যে কেন আমি তোমার জন্য কাঁদি?কারন তোমার ভালোবাসা অামাকে তোমার আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে তোমার দেয়া একটু কষ্টেই আমার চোখের জল তার গতি হারিয়ে ফেলে।তুমি আমায় বলেছিলে না যে আমি তোমার সাথে আমার বাকি জীবনটা কাটাবো কি না?আমার উত্তরটা আজ তোমায় জানালাম কাটাতে চেয়েছিলাম,কাটাতে চাই আর কাটাতে চাইবো যতদিন বেঁচে আছি।আমি এখনো বেঁচে আছি শুধু আর শুধুই তোমার আশায়।ওই যে বলে না আশায় বাঁচে চাষা।আমিও বাঁচছি ঠিক তেমনি ভাবে তোমার আশায়।জানো মানুষ বলে আমি নাকি আর বেশিদিন বাঁচবো না।কারন তুমি যেদিন থেকে আমায় ছেড়ে চলে গেছে সেদিন থেকে আমার খাওয়া নাওয়া সব বন্ধ।শুধুই কেঁদেই চলেছি।তাই এভাবে বাঁচার সম্ভাবনা খুবই কম শরীরটাও খুব দুর্বল উঠে দাঁড়ানোর ক্ষমতা টুকু নেই আজ আমার।কিন্তু আমি জানি আমি অমর কারন আমি তোমায় ভালোবাসি।আর জানো আমি তোমায় কতটা ভালোবাসি যতটা একটা মেয়ে তার মা বাবাকে ভালোবাসে।যেই ভালোবাসায় কোনো ছলনা নেই,কপটতা নেই,ভনিতা নেই।আমি তোমায় ততটাই ভালোবাসি।জানো আজ মৃত্যুর আমার দ্বারের কড়া নাড়ছে।কিন্তু আমি আজো তোমার অপেক্ষায় আছি শুধু তোমার অপেক্ষায় আছি।আমি চাই তুমি একবার এসে আমায় শুধু একটিবার বলো মিষ্টি উঠে পড়ো,আমি এসেছি তোমায় ছাড়া আমি বাঁচবো না।ওঠো মিষ্টি, ওঠো।আমি আমার সব জীর্ণতা ছেড়ে সব দুর্বলতা ভুলে আমি দৌঁড়ে তোমার কাছে চলে আসবো।এসে তোমার হাতটা ধরে তোমার বুকে মাথা রেখে বলবো আমি ভালোবাসি তোমায়,তোমায় ঘিরে আমি আমার জীবনটা পার করতে চাই,আমি আরো বাঁচতে চাই তোমায় ভালোবেসে।জানো!আজ আমি খুব দুর্বল কিন্তু আজও আমার মনটা বেশ শক্ত সেই আগের মতো।আজো তোমার জন্য আমার মনটা চঞ্চল।আমার ঘুমহীন চোখদুটো আজো তোমায় বোনে হাজারো রঙিন স্বপ্ন।তবে মাঝেমাঝে নিজেকে খুব অসহায় লাগে।আমি ক্লান্ত হয়ে পড়েছি।জানি না তুমি ফিরবে কি না।তবে আমি মৃত্যুর আগে পর্যন্ত শুধু তোমার জন্যই অপেক্ষা করবো।তোমার জন্য রাখা জায়গাটা আর অন্য কাউকে দিতে পারবো না কোনোদিন।জানো আমার এই এতোগুলো দিনে কখনো মনে হয়নি যে তুমি আমায় ঠকিয়েছো কারন তোমার প্রতি আমার বিশ্বাসটা এখনো তাজা আর অটুট।আমি আজো তোমায় ভালোবাসি।পারলে ফিরে এসো কোনো এত নতুন সকালের শুরুতে।আমি অপেক্ষায় ছিলাম,অাছি আর থাকবো........!!!শুধু তোমার জন্য।জানি না আর কখনো তুমি ফিরে আসবে কিনা...!!!
ফিরে এসো......!!!আর তুমি যেখানেই থাকো না কেন ভালো থেকো।কারন তোমার ভালোবাসাতেই আমার প্রকৃত সুখ....।যদি আমার থেকেও বেশি কেউ তোমায় ভালোবাসে তাহলে তার সাথেই তোমার সংসারটা বেঁধো। শুভ কামনা রইলো প্রিয় তোমার জন্য।তবে যদি পারো"যদি"আমায় ভালোবাসো একবার আমার দ্বারের কড়াটা নেড়ো।আমি ছুট্টে যাবো তোমার কাছে।একটিবার এসো শেষ দেখা দেখতে.........
এটা আমার আবেদন বলতে পারো.......!
আর লিখতে পারছি না।আরো অনেক কিছু বলার আছে তোমায় কিন্তু শরীরটা বোধহয় আজ আমার সাথে বেঈমানি করছে।তাই একটুতেই নুইয়ে পড়ছি....
ভালো থেকো,ভালো থেকো,ভালো থেকে মন থেকে চাই........।
তোমার পাগলি।